খুলিতের বাজি ব্রাজিল

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলকেই এ বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট মনে করেননেদারল্যান্ডসের সাবেক ফুটবলার রুদ খুলিত। আফ্রিকার কোনো দেশও বিস্ময়করকিছু করে ফেলতে পারে বলেও মনে করেন তিনি।নেদারল্যান্ডসেরহয়ে ১৯৯০ বিশ্বকাপ খেলা খুলিত স্বাগতিক বলেই বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ব্রাজিলকে বেশিএগিয়ে রাখছেন।আমার মনে ব্রাজিলইসবচেয়ে ফেভারিট। তারা নিজেদের মাঠে খেলছে। টুর্নামেন্টটি জয়ের জন্য তাদের ওপর তীব্রচাপ আছে।৫১ বছর বয়সীখুলিত আফ্রিকার কোনো দেশের চমক দেখানোর কথা বলছেন অভিজ্ঞতার আলোকে। গত বিশ্বকাপে আফ্রিকাথেকে খেলা ৬টি দেশের মধ্যে একমাত্র ঘানাই অবশ্য নকআউট পর্বে খেলেছে।আমি আশা করি,আফ্রিকার কোনো একটি দেশ ভালো করবে। আফ্রিকার অনেক দেশের খেলোয়াড়ই চ্যাম্পিয়ন্স লিগেখেলে, ইউরোপের বড় দলে খেলে।আফ্রিকা থেকেচমক দেখানো দলের মধ্যে খুলিত ঘানা বা ক্যামেরুনেরই বেশি সম্ভাবনা দেখছেন।নিজের দেশ নেদারল্যান্ডসেরকথা বলতে গিয়ে খুব বেশি আশাবাদী হতে পারেননি খুলিত।