খুলনায় দ্বিতীয় টেস্টে টাইগাদের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে

স্টাফ রিপোর্টার: অপেক্ষার প্রহর শেষ। এখন শুরু মাঠের লড়াই। পাঁচ টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে আজ সোমবার সকাল ৯টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ফের টাইগারদের মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। এর আগে ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দু দিন হাতে রেখে সফরকারী জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে সিরিজের ১-০ ম্যাচে এগিয়ে আছে মুশফিক বাহিনী। টাইগারদের কাছে ‘পয়া’ ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। এ মাঠে একটি ম্যাচেও হারেনি বাংলাদেশ। এর আগে এই আবু নাসের স্টেডিয়ামেই একটি টেস্ট এবং জিম্বাবুয়েকে একবার করে ওয়ানডেতে হারিয়েছে টাইগাররা। প্রায় ১২ হাজার দর্শক খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখবে। গ্যালারিতে বসানো হয়েছে প্রায় ২৬শ নতুন চেয়ার। চেয়ারগুলো হলুদ, কমলা, কলাপাতা, নীল ও আকাশি রঙে সাজানো হয়েছে। আর এর ঠিক মাঝখানে সবুজ মাঠ। ফিল্ড কন্ডিশনও চমত্কার। মাঠে আছে ৮টি উইকেট। এই উইকেটেই খেলা হবে।

প্রায় দুই বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট ম্যাচ নিয়ে একটু যেন বাড়তি আবেগেই ভাসছে খুলনার মানুষ। ঘুম নেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখেও। ভিনদেশী অতিথিদের নিরাপত্তা দিতে হোটেল ও স্টেডিয়াম জুড়ে গড়ে তোলা হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়। ৱ্যাব, পুলিশ ও বিজিবির সাথে বাড়তি নিরাপত্তার জন্য রয়েছে আর্চওয়ে, ডগ স্কোয়াড ও বোম্ব সার্চ মেশিন। রয়েছে ৭৩১ জন পুলিশ ও ২ প্লাটুন বিজিবি সদস্য। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) স্পেশাল ব্রাঞ্চের এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানান, টেস্ট ম্যাচ উপলক্ষে ৭৩১ জন পুলিশ ও দুই প্লাটুন বিজিবি সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। এছাড়া শাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা মাঠে এবং সংশ্লি­ষ্ট এলাকা জুড়ে টহল দিচ্ছে। আছে আর্চওয়ে, ডগ স্কোয়াড ও বোম্ব সার্চ মেশিন। স্টেডিয়ামে প্রবেশের ১৪টি পয়েন্টে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। তিনি জানান, ম্যাচ চলাকালীন নগরীর বয়রা কলেজ মোড় থেকে নতুন রাস্তা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া  খেলোয়াড়দের যাতায়াতের সময়ও সংশ্লি­ষ্ট রুটে যানবাহন চলাচল বন্ধ থাকবে।