ক্রোয়েশিয়া ও তুরস্ক সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের তদন্তে উয়েফা

 

মাথাভাঙ্গা মনিটর: ইউরো ২০১৬ টুর্নামেন্টের খেলার সময়ে গ্যালারিতে ক্রোয়েশিয়া ও তুরস্কের দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণের বিষয়ে শনিবার তদন্ত শুরু করেছে উয়ে-ফা। গত শুক্রবার সেন্ট এলিয়েনে চেক প্রজাতন্ত্রের সাথে অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলে ড্র করে ক্রোয়েশিয়া। ওই ম্যাচেরই ৮৬তম মিনিটে মাঠে আগুনের কুণ্ডলী (পটকা জাতীয় বস্তু) ছুঁড়ে মারেন ক্রোয়েশীয় সমর্থকরা।

অপরদিকে দিনের অপর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কাছে ৩-০ গোলে পরাজিত হবার পর হতাশাগ্রস্ত তুর্কি সমর্থকরাও একই কাণ্ড ঘটায়। উয়েফা জানায়, ক্রেয়েশিয়ার বিরুদ্ধে অভিযোগ তাদের দর্শকরা বর্ণবাদী আচরণ করেছেন, মাঠের ভেতর আগুনের কুণ্ডলী এবং ইটপাটকেল নিক্ষেপ করে খেলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে। এই ঘটনার পর এর সঙ্গে জড়িত নিজ দেশের এই দর্শকদের ‘স্পোর্টস টেরোরিস্ট’ উপাধিতে ভূষিত করেছেন ক্রোয়েশিয় কোচ এ্যান্টে ক্যাসিস। দর্শকদের এমন কাণ্ডে খেলা চার মিনিট বন্ধ ছিল। মাঠে আগুনের কুণ্ডলী এবং ইট পাটকেল নিক্ষেপের দায়ে তুরস্ককেও অভিযুক্ত করেছে উয়েফা।