ক্রিস গেইল ঢাকায়

 

স্টাফ রিপোর্টার: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান গেইল। বিশ্রাম শেষে আজ শনিবার সকাল ১০টায় মিরপুরের একাডেমি মাঠে দলের সঙ্গে অনুশীলন করবেন ক্যারিবিয় এ তারকা। আর ২৭ নভেম্বর মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে এবারের আসরে নিজের প্রথম ম্যাচটি খেলবেন গেইল। চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করার কথা রয়েছে তার।

ডাবল লিগ পদ্ধতির বিপিএলে চিটাগংয়ের ম্যাচ রয়েছে আর চারটি। শেষ চারে যেতে পারলে ম্যাচ বাড়বে। সে চিন্তা থেকেই পাঁচ ম্যাচের জন্য গেইলকে চুক্তিবদ্ধ করেছে চিটাগং ভাইকিংস। দল ফাইনালে উঠলে যে কোনো মূল্যে ম্যাচের চুক্তি বাড়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দলটির ম্যানেজার হাসানুজ্জামান ঝড়ু। গেইল আসাতে দল উজ্জ্বীবিত হলেও একক নির্ভরতা চিটাগং ভাইকিংস চায় না বলেও জানান হাসানুজ্জামান। তিনি বলেন, ‘শুধু দল কেন, সারা বাংলাদেশই কিন্তু উজ্জ্বীবিত যে গেইল আসছে। গেইল এমনই একজন ক্রিকেটার। তবে আমাদের ক্যাপ্টেন, কোচের মূলমন্ত্র হলো কোনো ওভারসীস প্লেয়ারের ছায়া হয়ে যেন লোকাল ক্রিকেটাররা না খেলে। যার যার ভূমিকাতে সে সঠিক। কিন্তু গেইল এমন একজন ক্রিকেটার আমাদের টিমে কেন টি-টোয়েন্টিতে যে টিমেই খেলবে তারা বড় একটা শক্তি পাবে। এই শক্তিটা আমরা কাজে লাগাবো।