ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর ট্রফি ঢাকায়

 

স্টাফ রিপোর্টার: ঢাকায়এসে পৌঁছেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫’র ট্রফি। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে৯টার দিকে শ্রীলঙ্কা হয়ে ঢাকা হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিকবিমানবন্দরে ট্রফিটি এসে পৌঁছায়।ট্রফিটি মিরপুর শেরে বাংলাজাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মুশফিকুররহিম প্রদর্শনীর সময় উপস্থিত থাকবেন। ট্রফিটি সবার জন্য উন্মুক্ত থাকবে।বেলা ১২টায় বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সেখানে প্রদর্শন করা হবে রাত ৮টা পর্যন্ত।

আইসিসিক্রিকেট বিশ্বকাপের প্রমোশনাল ক্যাম্পেইন হিসেবে প্রত্যেকটা অংশগ্রহণকারীদেশে ট্রফিটা পাঠানো হচ্ছে। নিয়মের মধ্যে থেকেই জনসাধারণ ট্রফির সাথে ছবিতুলতে পারবেন। শনিবার সকালেই বিশ্বকাপ ট্রফি পরিভ্রমণের পথে রওনা হবে।উল্লেখ্য,অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে আগামী বছর ১৪ ফেব্রুয়ারি শুরুহচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর।