ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

 

 

মাথাভাঙ্গা মনিটর: প্রস্তুতি, অনুশীলন পর্ব অনেকটাই শেষ। ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে মাশরাফির বাংলাদেশ। সোমবার ভোর ৪টায় প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। তাই ওয়াংঙ্গেরি ছেড়ে শুক্রবার দুপুরেই ক্রাইস্টচার্চে পৌঁছেছে মাশরাফিরা। তবে ক্রাইস্টচার্চে গতকাল শুক্রবার অনুশীলন করেনি চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে টিম হোটেলে অবস্থানকালে দলের সদস্যদের মাঝে মিটিং সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকালে শেষ মুহূর্তের অনুশীলন করবে বাংলাদেশ দল। অনুশীলনে ব্যাটে-বলে ঝালিয়ে নেয়ার পাশাপাশি কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টাই হয়তো বেশি করবে বাংলাদেশ। কারণ ক্রাইস্টচার্চের আবহাওয়া অন্য এলাকার চেয়ে বেশ আলাদা। একে তো ঠাণ্ডা আবহাওয়া, তার সাথে মাঝে মাঝে বৃষ্টির আনাগোনাও। আর এই বৃষ্টির আশঙ্কা আছে প্রথম ওয়ানডেতেও। এদিকে ওয়ানডের পর আগামী ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে মাশরাফি বাহিনী। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ এবং ৮ জানুয়ারী। দুটি ম্যাচই হবে মাউন্ট মাউনগানুইয়ে। আগামী ১২-১৬ জানুয়ারি দুই দলের মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ওয়েলিংটনে। আর ২০-২৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট হবে ক্রাইস্টচার্চে। ফলে ক্রাইস্টচার্চ থেকে টাইগারদের মিশন শুরু এবং শেষ। বাংলাদেশ সময় অনুযায়ী সবগুলো ওয়ানডে ও টেস্ট ম্যাচ ভোর ৪টায় শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি দুপুর ১২টায়। পরের দুই ম্যাচ মাঠে গড়াবে সকাল ৮টায়।