কোটচাঁদপুরে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে স্কুল-মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুর হাইস্কুলমাঠে গতকাল মঙ্গলবার ৪৫তম জাতীয় স্কুল-মাদরাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোছা. নাজমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ কবির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তাজুল ইসলাম, কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান। কমিটির সদস্য ও আওয়ামী লীগ নেতা কাজী আলম, হুমায়ুন কবীর লতা, যুবলীগ নেতা মীর মনিরুল আলম, শিক্ষক নেতা আব্দুর রশিদ এবং মাদরাসার শিক্ষক জাকির হোসেন প্রমুখ। কোটচাঁদপুর হাইস্কুলমাঠে গত ১৭ আগস্ট থেকে গ্রীষ্মকালীন এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় উপজেলার ২৪টি হাইস্কুল ও ৯টি মাদরাসা অংশগ্রহণ করে। গতকাল মঙ্গলবার ফুটবলের ফাইনালে মেয়েরা শেখ মোজাফ্ফর হোসেন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও কোটচাঁদপুর পাইলট বালিকা বিদ্যালয় রানারআপ হয়। ছেলেদের ফুটবলে জেবিজে দাখিল মাদরাসা চ্যাম্পিয়ন ও কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান। খেলার ধারা বিবরণী দেন শেখ মোজাফ্ফর হোসেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মশিয়ার রহমান।