কোহলিদের কোচ হতে সিমন্সের আবেদন

 

মাথাভাঙ্গা মনিটর: হাতে সময় নেই। আর ৭ দিন পরেই ১০ জুলাই ইন্টারভিউ বোর্ডে যেতে হবে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ পদে আবেদনকারীদের। ওইদিন ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য শচীন-গাঙ্গুলী-লক্ষ্মণর মুম্বাইতে ইন্টারভিউ নেবেন কোচেদের। এর মধ্যেই কোহলিদের কোচ হতে চেয়ে আবেদনপত্র পাঠালেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ফিল সিমন্স। ভারতের কোচ হতে নামী দামী কোচদের আবেদনের হিড়িক পড়ে গেছে। শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার এক সাবেক কিংবদন্তি ক্রিকেটারও বায়োডেটা পাঠিয়েছেন বিসিসিআইয়ের কাছে। তার নাম যদিও জানা যায়নি এখনও। ৫৪ বছর বয়সী সিমন্স কোচ হিসেবে যথেষ্ট অভিজ্ঞ। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন। ২০১৫ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের দায়িত্ব পালন করেন। তারপরেই নিজের দেশের কোচ হন। কিন্তু ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে ঝামেলা হওয়ার জন্য তিনি পদত্যাগ করেন।

বীরেন্দ্র শেবাগ, টম মুডি ও ফিল সিমন্সের সঙ্গে কোচ হওয়ার লড়াইয়ে রয়েছেন রবি শাস্ত্রী। এদের মধ্যেই শাস্ত্রীর পাল্লাই একটু ভারি বলে জানা গেছে। কোহলিরও পছন্দের মানুষ তিনি। বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা হতে পারে ১১ জুলাই। সেখানে লোধা কমিটির সুপারিশ নিয়েই আলোচনা হওয়ার কথা রয়েছে। সেদিনই হয়তো কোহলিদের নতুন কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই।