কুয়েতকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

মাথাভাঙ্গা মনিটর: দুর্বল কুয়েতকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমস টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ২০৩ রানের জয় পাওয়া বাংলাদেশের শেষ চারের প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা। গতকাল বুধবার ইনচনের ইয়োনহুই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিঙে নামা বাংলাদেশ মোহাম্মদ মিঠুনের অর্ধশতকে ৯ উইকেটে ২২৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে ১৩ ওভারে মাত্র ২১ রানে অলআউট হয় কুয়েত। বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দু উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক। ১৮ বলে ৫টি চার ও একটি ছয়ে ৩৮ রান করে আউট হওয়ার আগে তামিমের সাথে উদ্বোধনী জুটিতে ৬১ রান তোলেন এনামুল। জুটিটি স্থায়ী ছিলো ৩০ বল। দলের ৮৮ রানে ফিরে যান তামিমও। আউট হওয়ার আগে ৩টি চারে ২২ বলে ২৮ রান করেন তিনি। এরপর জুটি গড়েন মিঠুন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাকিব আল হাসান। তৃতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে আউট হন সাকিব। ৩টি চারে ১৫ বলে ২৩ রান করেন তিনি। এরপর মিঠুন আউট হওয়ার আগে খেলে যান ২৫ বলে ৫৯ রানের অসাধারণ এক ইনিংস। দারুণ এ ইনিংসটি তিনি সাজান ৪টি চার ও ৩টি ছয়ে। বড় সংগ্রহ গড়তে বাকি কাজটুকু সারেন সাব্বির রহমান। ১টি চার ও ৩টি ছয়ে ১৮ বলে ৩৫ রান করেন সাব্বির। এ ছাড়া আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি। কুয়েতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন বাসতাকি ফাহাদ।
বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দুর্বল কুয়েত। দলটির কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৭ রান করেন আলোতায়বি মোহামেদ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। এজন্য মাত্র ৮ রানই খরচ করেন তিনি। ১ রানে ৩ উইকেট নেন অফস্পিনার মাহমুদউল্লাহ। এছাড়া শুভাগত হোম চৌধুরী, সাব্বির ও সাকিব নেন ১টি করে উইকেট।