কুষ্টিয়ায় সমাজসেবা অধিদপ্তরের প্রতিষ্ঠানসমূহের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

 

কুষ্টিয়া প্রতিনিধি: খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের নিবাসীদের নিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপি কুষ্টিয়া স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

এ সময় তিনি বলেন, খেলাধুলা দেহ মন ভালো রাখার অন্যতম প্রধান ক্ষেত্র। লেখাপড়ার পাশাপাশি আজকের প্রজন্মকে খেলার মাঠমুখি করে গড়ে তুলতে হবে। যুবকরা খেলার মুখি হলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে যাবে। কুষ্টিয়ার গণ্ডি পেরিয়ে নিজ নিজ ক্রীড়া নৈপূর্ণ দিয়ে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠ পদক অর্জন করে এনেছে।

কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রতিষ্ঠান) হাবিবুর রহমান, খুলনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হামিদ, বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রেজাউল আলম, সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মহসিন আলী, যশোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কোহিনুর বেগম, নড়াইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, মাগুরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা আতিয়ার রহমান, ঝিনাইদহ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন ও মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

প্রতিযোগিতায় কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ১০টি জেলার শিশুপরিবার বালক/বালিকা ও নিবাসীরা অংশগ্রহণ করে। আজ শনিবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।