কুষ্টিয়ার মিরপুরে আমরা নতুন শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত আমরা নতুন শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওয়াবদা মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস বলেছেন, খেলাধুলার মাধ্যমে শিশুদেরকে প্রতিযোগী মনোভাব তৈরি করে দেয়। শিক্ষা নিকেতনের অধ্যক্ষ জীবন কৃষ্ণ পালের সভাপতিত্বে এবং মিরপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক হুমায়ূন কবির হিমুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মহাম্মদ আলী জোয়ার্দ্দার। সকাল ৯টায় শিক্ষার্থীদের সমাবেশের মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এতে ১৭টি ইভেন্টের খেলা পরিচালনা করেন নিকেতনের সহকারী শিক্ষক বিচিত্রা রানী পাল, রূপা রাণী পাল, সুব্রত কুমার পন্ডিত টুটুল এবং সুরুজ আলী। খেলাটিতে ছোট মেয়েদের ১০০ মিটার দৌড়ে প্রথম সন্ধ্যা দ্বিতীয় ইমা তৃতীয় স্নিগ্ধা, চকলেট দৌড়ে প্রথম স্নিগ্ধ্যা দ্বিতীয় রোকাইয়া এবং তৃতীয় নুসরাত। ছোট ছেলেদের ১০০ মিটার দৌড়ে প্রথম জুয়েল দ্বিতীয় তাসিন তৃতীয় সানিম মামার বাড়ীর ঝাঁপে প্রথম জুয়েল দ্বিতীয় তাসিন এবং তৃতীয় পিনাক। মধ্যম মেয়েদের ১৫০ মিটার দৌড়ে প্রথম রানী দ্বিতীয় সাদিয়া তৃতীয় আখি দড়িতে লাপানোতে প্রথম স্মৃতি দ্বিতীয় রানী এবং তৃতীয় আখি। মধ্যম ছেলেদের ১৫০ মিটার দৌড়ে প্রথম আশিক দ্বিতীয় অভি তৃতীয় রিয়াদ মোরগ লড়াইয়ে প্রথম আশিক দ্বিতীয় সামির এবং তৃতীয় রিফাত। বড় মেয়েদের ২০০ মিটার দৌড়ে প্রথম মুক্তা দ্বিতীয় লিজা তৃতীয় ন্বর্ণা। দড়িতে লাফানো প্রথম রিয়া দ্বিতীয় সাদিয়া তৃতীয় সেতু এবং সূঁচে সুতা পড়ানো তে প্রথম লিজা দ্বিতীয় মিতু ও তৃতীয় মাহমুদা। বড় ছেলেদের ২০০ মিটার দৌড়ে প্রথম রাব্বি দ্বিতীয় আদনান তৃতীয় তন্ময় মোরগ লড়াইয়ে প্রথম প্রান্ত দ্বিতীয় রাব্বি তৃতীয় তন্ময় এবং অংক দৌড়ে প্রথম অর্ক দ্বিতীয় প্রান্ত ও তৃতীয় তন্ময়, যেমন খুশী তেমন সাজো তে প্রথম অন্বেষা দ্বিতীয় সাদিয়া এবং তৃতীয় প্রান্ত। এছাড়াও অভিভাবকদের ৫০০ মিটার দৌড়ে প্রথম ফরিদুল ইসলাম দ্বিতীয় সালাউদ্দিন তৃতীয় হাফিজ এবং অভিভাবিকাদের বালিশ খেলায় প্রথম সোনিয়া দ্বিতীয় শস্পা এবং তৃতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করেন কেয়া। পরবর্তীতে সকল বিজয়ী এবং নিকেতন’র আয়া রুবিনা খাতুন প্রধান অতিথির হাত থেকে পুরস্কার নেন।