কালীগঞ্জে ডায়াবেটিক হাসপাতাল ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

কালীগঞ্জ প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার বলেছেন, খেলাধুলা সকল সুখের মূল নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে তাই বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ঝিনাইদহের কালীগঞ্জ শহরে নবনির্মিত মোবারকগঞ্জ চিনিকল আখচাষি সমবায় সমিতি ডায়াবেটিক হাসপাতাল ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এ কথাটি বলেছেন।

গতকাল বিকালে শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু, কালীগঞ্জ নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন, সাংবাদিক সোহেল আহমেদ। এর আগে যুব ও ক্রীড় প্রতিমন্ত্রী শহরের নতুর বাজার ব্রীক ফিল্ড এলাকায় প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সন্তোষ্ট প্রকাশ করেন এবং স্টেডিয়াম তৈরির আশ্বাস দেন। এরপর বিকাল সাড়ে তিনটায় কালীগঞ্জের ঐতিহ্যবাহী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় মাগুরা ও সাতক্ষীরা জেলা ফুটবল টিম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্দিষ্ট সময় গোল না হওয়ায় খেলায় টাইব্রেকারে সাতক্ষীরা একাদশ ৪-৩ গোলে জয়ী হয়।