কাঁপাতে আসছে ‘শচীন, এ বিলিয়ন ড্রিম’

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তার যুগে ক্রিকেটের দেবতার তকমাও পেয়েছেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারে বেশিরভাগ রেকর্ডই নিজের করে রেখেছেন ১০০ সেঞ্চুরির মালিক টেন্ডুলকার। তাই টেন্ডুলকারকে নিয়ে কিছু না কিছু করতে উদগ্রীব থাকেন অনেকেই। এজন্য তাকে নিয়ে এবার আত্মজীবনীমূলক সিনেমা তৈরি করছেন লন্ডনের পরিচালক জেমস এরস্কিন। ইতোমধ্যে ওই সিনেমার ১ মিনিটের ভিডিও ছড়িয়ে গেছে ইউটিউবে। তাতে সাড়া পড়েছে ব্যাপক। অর্থাৎ বুঝা যাচ্ছে, ছবিটি মুক্তি পেলে হয়তো এখানেও কোনো রেকর্ড করে ফেলবেন টেন্ডুলকার।

সিনেমাটিতে মূলত টেন্ডুলকারের ছেলেবেলা থেকে ব্যক্তিগত জীবন ও পেশাদার জীবন তুলে ধরা হবে। বাবার কাছ থেকে ক্রিকেটের উত্সাহ পাওয়া, স্কুল-বাল্যবন্ধুদের সাথে কাটানো সময়, ধীরে ধীরে ক্রিকেটার হয়ে উঠা, পরিপূর্ণ খেলোয়াড় হবার পর গ্যালারির দর্শকদের ‘শচীন-শচীন’ চিত্কারে মাঠে প্রবেশ। এ সব কিছুই থাকছে টেন্ডুলকারকে নিয়ে তৈরি আত্মজীবনীমূলক সিনেমায়। এ সিনেমায় রয়েছে সুরের যাদুও। সেখানে সুরের যাদু দিয়ে সকলের মন জয় করে নিবেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। ভারতের প্রায় ২ হাজার সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। তবে মুক্তি হবার তারিখ এখনো নির্ধারিত হয়নি।