কমনওয়েলথ গেমসে ক্রিকেটে আইসিসির না

মাথাভাঙ্গা মনিটর: কমনওয়েলথ গেমস ফেডারেশনের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই অন্তত ২০১৮ আসর পর্যন্ত এপ্রতিযোগিতায় ক্রিকেট থাকছে না।স্কটল্যান্ডের গ্লাসগোয় বসেছে এবারের আসর। পরের আসর বসবে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট সিটিতে।কমনওয়েলথ গেমসে ক্রিকেট ছিলো একবারই। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে ৫০ ওভারের সংস্করণে সোনাজেতে দক্ষিণ আফ্রিকা।

কমনওয়েলথ ফেডারেশনের প্রধান মালয়েশিয়ার প্রিন্স টুংকু ইমরান ২০১২ সালে ২০১৪ ও ২০১৮আসরের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিলেন আইসিসিকে।আইসিসির একজন জানান, ২০১৪ ও ২০১৮ কমনওয়েলথ গেমসে পুরুষ ও মহিলাদেরটি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভূক্ত করার ব্যাপারে আলোচনা হলেও তার কোনোটিই সফল হয়নি।তবে ২০১৭ সালে সেন্ট লুসিয়ায় কমনওয়েলথ ইয়ুথ গেমসে ক্রিকেট থাকবে বলে সেই মুখপাত্র জানান।দক্ষিণ কোরিয়ার ইনচন এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেট থাকছে। তবে এশিয়ার দু পরাশক্তিভারত ও পাকিস্তান তাতে অংশ নিচ্ছে না।