ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে ৱ্যাংকিংয়ে ৭-এ বাংলাদেশ

 

স্টাফ রিপোর্টার: ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়েই আইসিসি ৱ্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠেছে  বাংলাদেশ। বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জয় লাভের মাধ্যমে ক্রিকেটে বাংলাদেশের উচ্চতা একধাপ এগিয়ে গেলো।

গত বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতকে ৭৯ রানে হারায় টাইগাররা। প্রথমে ব্যাট করে ৩০৭ রানের ইনিংস গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং ঝড়ে ২২৮ রানে গুটিয়ে যায় ভারত।  এ জয়ই বাংলাদেশ ক্রিকেট টিমের ওয়ানডে ইতিহাসের রেকর্ড। কারণ এর আগে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে আইসিসি ৱ্যাংকিংয়ে সাত নম্বরে উঠে আসেনি বাংলাদেশ। ম্যাচটি শুরুর আগে মাশরাফি বিন মুর্তজার দলের রেটিং পয়েন্ট ছিল ৮৮। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও ছিলো ৮৮। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে সপ্তম স্থানে ছিলো ক্যারিবীয়রা। ৱ্যাংঙ্কিংয়ে এগোনোর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসরে বাংলাদেশের খেলার সম্ভাবনা অনেকটা নিশ্চিত। ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৭ সালের ১ থেকে ১৯ জুনে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড ও ৱ্যাংঙ্কিংয়ের অন্য শীর্ষ সাত দল খেলবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে ৱ্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।