ওয়েস্টইন্ডিজ সফরে ওয়ানডে দল ঘোষণা

 

স্টাফ রিপোর্টার: মুশফিকুররহিমকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরেওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ ৩টি ওয়ানডে,১টি টি-টোয়েন্টি ও ১টেস্টম্যাচ খেলবে।২০ আগস্ট শুরু হওয়া ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার ইমরুল কায়েসও পেসার রুবেল হোসেন। বাদ পড়েছেন অলরাউন্ডার জিয়াউর রহমান। নিষেধাজ্ঞারকারণে খেলতে পারছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।ওয়ানডে দল:মুশফিকুর রহিম (অধিনায়ক,উইকেটরক্ষক),তামিম ইকবাল,এনামুল হক,মুমিনুলহক,শামসুর রহমান,রুবেল হোসেন, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদমিঠুন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ আগস্ট প্রথমওয়ানডে,২২ আগস্ট দ্বিতীয় ও ২৫ আগস্ট তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশদল। এরপর ২৭ আগস্ট ক্যারিবীয়দের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবেটাইগাররা। সবশেষে ৫-৯ সেপ্টেম্বর একমাত্র টেস্ট শেষে সফর শেষ করবে বাংলাদেশ দল।