ওয়েম্বলিতে পেরুকে হারিয়ে উজ্জীবিত ইংল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: দেশের মাটিতে প্রস্তুতির শেষ অংশটা ভালো হয়েছেইংল্যান্ড দলের। প্রীতি ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারিয়েছে তারা। চূড়ান্তঅনুশীলনের জন্য যুক্তরাষ্ট্রের মিয়ামি যাওয়ার আগে ওয়েম্বলির এ জয়দারুণভাবে উজ্জীবিত করে তুলেছে রুনি-জেরার্ডদের।ইংল্যান্ডের হয়ে বাকি কাজটুকু সারেন রক্ষণ-জুটি গ্যারি কাহিল ও ফিলজাগিয়েলকা। লেইটন বেইনসের দুটি কর্নার থেকে দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেনতারা।কাহিলের গোলটি আসে ৬৫তম মিনিটে,৫ মিনিট পর গোল পান জাগিয়েলকা। আর এতেই ৫২ বছর পর পেরুর মুখোমুখি হওয়া ইংল্যান্ড জয় নিয়ে মাঠ ছাড়ে।স্টারিজেরগোলের প্রশংসাকরেছেন কোচে রয় হজসনের। ওয়েইন রুনি গোল না পেলেও খুশি তিনি। চোট কাটিয়ে একমাসের মধ্যে এ প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ম্যানচেস্টারইউনাইটেডের এ ফরোয়ার্ড। ৬৫ মিনিট মাঠে ছিলেন তিনি।১৪ জুন ইতালিরবিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ব্রাজিলবিশ্বকাপে ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুপ্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টা রিকা।