ওয়ালকটের হ্যাটট্রিকে আর্সেনালের বড় জয়

মাথাভাঙ্গা মনিটর: থিও ওয়ালকটের হ্যাটট্রিকে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বড় জয় পেয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ৪-১ গোলে হারানো আর্সেন ভেঙ্গারের দল তৃতীয় হওয়ায় আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে। আর্সেনালের অপর গোলটি করেন জ্যাক উইলশায়ার। ৩৮ ম্যাচে ৭৫ পয়েন্ট পেয়েছে লন্ডনের দলটি। চ্যাম্পিয়ন্স লিগের আগামী মরসুমে আর্সেনালের সাথে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন চেলসি ও রানার্সআপ ম্যানচেস্টার সিটি সরাসরি খেলবে।

প্রথমার্ধেই দারুণ খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্সেনাল। চতুর্থ ও চতুর্দশ মিনিটে জোড়া গোল করে আর্সেনালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ওয়ালকট। সপ্তদশ মিনিটে উইলশায়ারের গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্বাগতিকরা। ৩৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ওয়ালকট; সান্তি কাসোরলার ক্রস থেকে পোস্টের খুব কাছাকাছি স্থান থেকে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। ৫৭তম মিনিটে ওয়েস্ট ব্রমউইচকে গোল এনে দেন গ্যারেথ ম্যাকঅলি। তবে সেটা দলটির ম্যাচের ফেরার জন্য যথেষ্ঠ ছিলো না।