ওয়ার্নারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

 

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে ফিরলো অস্ট্রেলিয়া। গত শনিবার ডেভিড ওয়র্নারের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রোটিয়াদের ৩৬ রানে হারায় অজিরা। টুর্নামেন্টে আগের ম্যাচে এই প্রোটিয়াদের বিপক্ষেই লো-স্কোরিং ম্যাচে হার মানে অজিরা। সিরিজের দ্বিতীয় পর্বে সেন্ট কিটসে মুখোমুখি হয় দু দল। তবে অজিদের দেয়া ২৮৯ রানের টার্গেটে ৪৭.৪ ওভারে ২৫২ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। এদিন জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রোটিয়াদের টপঅর্ডার ব্যাটসম্যানরা ভালো করলেও, ইনিংস বড় করতে পারেননি কেউই। সর্বোচ্চ ৬৩ রান আসে ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে। ৬০ রান করে ওপেনার হাশিম আমলা অধিনায়ক এবিডি ভিলিয়ার্স ৩৯ ও জেপি ডুমিনি ৪১ করলেও দলকে জয় এনে দিতে পারেনি।

অজি বোলারদের মধ্যে সমান তিনটি করে উইকেট দখল করেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও স্পিনার অ্যাডাম জাম্পা। তবে সদ্য ইনজুরি থেকে ফিরে আসার স্টার্কের বল ছিলো অসাধারণ তিনি ১০ ওভারে মাত্র ৪৩ রান দেন। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ার্নারের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে অস্ট্রেলিয়া। বাঁহাতি এ ওপেনার ১২০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ১০৯ রান করে ওয়েন পারনেলের বলে আউট হন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান আগে ওসমান খাজার ব্যাট থেকে। ‍আর ৫২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক স্মিথ। প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান স্পিনার ইমরান তাহির।