ওয়ানডে সিরিজ জয় শ্রীলঙ্কার

মাথাভাঙ্গা মনিটর: বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওডিআইতে শ্রীলঙ্কা আট উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। সে সুবাদে এক ম্যাচ বাকি থাকতে ২-০ তে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। গত বুধবার কলম্বোয় ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৩৮ ওভারের ম্যাচে ২১৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে শ্রীলঙ্কা নয় বল বাকি থাকতে সেই রান টপকায় মাত্র দু উইকেট হারিয়ে। জয়-পরাজয় নির্ধারণ হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। ওপেনার কুশাল পেরেরার ৯২ বলে ৯৯ লংকানদের বড় জয়ের পথ প্রশস্ত করে। ৮১ রানে অপরাজিত থাকেন থিরিমান্নে।

শ্রীলঙ্কায় কোনো ওয়ানডে সিরিজ আজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এমনকি টেস্ট সিরিজও নয়। যদিও টি-২০ বিশ্বকাপ শ্রীলঙ্কায় জিতেছে তারা ২০১২-তে। ম্যাচসেরা কুশাল পেরেরা ওডিআইতে ৯৯ রানে আউট হওয়া চতুর্থ শ্রীলঙ্কান ব্যাটসম্যান। এর আগে জয়সুরিয়া (দু বার) কালুভিথারানা ও দিলশানের ওডিআইতে সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে আউট হওয়ার নজির রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের শেষ চারজন ব্যাটসম্যান মাত্র পাঁচ বলের ব্যবধানে রানআউট হয়েছেন।