ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ

 

মাথাভাঙ্গা মনিটর: ওয়ানডেসিরিজে সান্ত্বনার জয়ও পেলো না বাংলাদেশ। শেষ ম্যাচেও হেরেছে বিশালব্যাবধানে। সাকিববিহীন এ সফরে একেবারে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।তিনম্যাচ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানে জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ।ক্যারিবীয়দের কাছে কম রানে হারের আরেকটি রেকর্ডও ঝুলিতে ভরেছে সফরকারীরা।এর ফলে টানা ১২ ম্যাচে পরাজয়ের আরেকটি রেকর্ড গড়লো বাংলাদেশ ক্রিকেট দল।গত সোমবাররাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৩৮রান করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ৮ উইকেটে ২৪৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।তৃতীয়উইকেটে তামিমের সাথে মুশফিকের ৯৯ রানের জুটি স্বস্তি ফেরালেও অর্ধশতকেপৌঁছুনোর পর সুনিল নারাইনের বলে বোল্ড হন তামিম। সিরিজে প্রথমবারের মতোখেলতে নামা মুমিনুল হক ফেরেন মাত্র ৫ রান করে।পঞ্চম উইকেটেমাহমুদুল্লাহর সাথে ৫৫ রানের আরেকটি জুটি করেন মুশফিক।