ওয়ানডে ক্রিকেট থেকে আফ্রিদি-মেসবাহর বিদায়

মাথাভাঙ্গা মনিটর: গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাজিত হয়ে বিশ্বকাপ মিশন থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। একই সাথে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) থেকে বিদায় নিয়েছেন সিনিয়র তারকা অধিনায়ক মিসবাহ-উল হক ও অল রাউন্ডার শহিদ আফ্রিদি। এবারের বিশ্বকাপ শেষ করে তারা ওডিআই ক্রিকেট থেকে অবসর নেবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন দলের সিনিয়র এ দু তারকা। এখন থেকে টেস্ট ক্রিকেটের প্রতি মনোযোগী হবেন অধিনায়ক মিসবাহ আর শহিদ আফ্রিদী। মিসবাহ তো ১৬২টি ওডিআই ম্যাচ খেলে এতে তার সংগ্রহ শালায় যুক্ত হয়েছে ৫১২২ রান। ওয়ানডে ক্যারিয়ারে একবারও সেঞ্চুরির মুখ দেখেননি এ অধিনায়ক।

অন্যদিকে শহিদ আফ্রিদি ৩৯৮টি ওডিআই ম্যাচে অংশ নিয়ে তিনি সংগ্রহ করেছেন ৮০৬৪ রান। এছাড়াও এই অলরাউন্ডার মাত্র ৫ উইকেটের জন্য ৪০০ উইকেট ক্লাবে যোগ দিতে পারেননি।