এসএসসি প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার: দেশব্যাপি প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার। এ কারণে ওই পরীক্ষার প্রশ্নপত্রের ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) পত্র দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। দু-একদিনের মধ্যে তা সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হবে বলে মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে এ মাসেই জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, কেবল রাজনৈতিক পরিস্থিতির কারণেই যে প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন তা নয়, সদ্য সমাপ্ত অষ্টম শ্রেণি শিক্ষা সমাপনী বা জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এটি তাদের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয় সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসের মহাপরিচালককেও পত্র দিয়েছেন।