এশিয়া কাপে উদ্বোধনী অনুষ্ঠানই নেই

স্টাফ রিপোর্টার: এশিয়া কাপ উদ্বোধনের সময় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আহ্বানের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এ প্রতিযোগিতায় আগে কখনই উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। আগামী ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে শুরু হবে এশিয়াকাপ। বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের কথা স্মরণ করে সেদিন উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত মঙ্গলবার বিকেলে গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরুমে বিএনপির সংবাদ সম্মেলনের এক পর্যায়ে খালেদা বলেন ফেব্রুয়ারি মাস চলছে। ২০০৯ সালের এ মাসের ২৫ তারিখে পিলখানায় ৫৭ জন চৌকস ও মেধাবী সেনা কর্মকর্তা নিহত হন। সেই শোকাবহ দিনে ঢাকায় এশিয়াকাপ ক্রিকেটে উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ নাচ-গানের অনুষ্ঠানের আয়োজনের কথা আমরা শুনেছি। বেদনা বিধূর এ দিনটিতে কোনো অনাড়ম্বর অনুষ্ঠান না করার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। তার বক্তব্যের পর মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, আগের এশিয়া কাপগুলোতে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। আয়োজক হিসেবে এ এশিয়াকাপেও উদ্বোধনী অনুষ্ঠানের কোনো পরিকল্পনা বিসিবির কখনই ছিলো না। ২৫ ফেব্রুয়ারি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচ জাতির এশিয়া কাপ। ৮ মার্চের ফাইনাল হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।