এশিয়ান গেমসের দলে সাকিব

স্টাফ রিপোর্টার: অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার মেয়াদ কাটার পর এশিয়ান গেমসের ক্রিকেট দলে নেয়া হয়েছে বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডারকে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহাগ গাজীর বদলে সাকিবকে দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসের দলে নেয়ার কথা জানানো হয়। আর পেসার আল আমিন হোসেনের জায়গায় ডাক পেয়েছেন রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে আম্পায়াররা সোহাগ ও আল আমিনের বোলিং সন্দেহজনক বলায় তাদের বাধ্যতামূলক পরীক্ষার মধ্যদিয়ে যেতে হবে। সোহাগ গাজীর বদলে সাকিবের খেলার সম্ভাবনার কথা আগেই জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। নিষেধাজ্ঞার কারণে শুরুতে সাকিবকে বিবেচেনায় রাখেননি নির্বাচকরা। ১৫ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এশিয়ান গেমসে সাকিবের খেলার সম্ভাবনা তৈরি হয়। বিয়ের কারণে এশিয়ান গেমসের দলে নেয়া হয়নি নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকে। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে ১৭তম এশিয়ান গেমস। এশিয়ান গেমস ক্রিকেটের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাকিব আল হাসান, আরাফাত সানি, মুক্তার আলী, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।