এশিয়াতেই খেলতে পারেন সাকিব : আপিলের ব্যাপারে সিদ্ধান্ত চলতি মাসের মাঝামাঝি

স্টাফ রিপোর্টার: এ সপ্তাহেই ঘোষণাটা আসার কথা ছিলো। কিন্তু গতকাল বিসিবি সভাপতি নাজমুলহাসান পাপনএমপি জানালেন, সাকিব আল হাসানের আপিল আবেদনের ব্যাপারেসিদ্ধান্তটা একটু দেরি করেই নেয়া হতে পারে- এ মাসের ১৫ তারিখও হতে পারেসেটা। তবে এ খবরে সাকিবের হতাশ হওয়ার কিছু নেই। কারণ, খোদ বোর্ড সভাপতিগতকাল অনেকটাই পরিষ্কার করে দিলেন যে, সাকিবের শাস্তি কমছে।শুধুশাস্তি কমছে এমন কথা নয়। নির্দিষ্ট করে বললে আগামী মাসে ইনচিয়নে অনুষ্ঠেয়এশিয়ান গেমসের আগেই সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ইঙ্গিত দিলেন সভাপতি।সেই সাথে পরিষ্কার বলে দিলেন যে এশিয়ান গেমসে খেলার পাশাপাশি সাকিব যাতেজিম্বাবুয়ের বিপক্ষে ও প্রিমিয়ার লিগে খেলতে পারেন,সেটাও নিশ্চিত করা হবে।

আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মবার্ষিকীতে ক্লাব প্রাঙ্গণেদাঁড়িয়ে পাপন ইঙ্গিত দিলেন যে,সাকিবের আপিল বিবেচনায় বোর্ড সভাটি পেছাতেপারে আরও সপ্তা খানেক, ৮ আগস্ট একটা সভা ডাকা হবে,এ ব্যাপারে আমরা আজকথাও বলেছি। তবে এটাও ঠিক যে,খুব তাড়াহুড়ার কারণ নেই। কারণ ও তো ওয়েস্টইন্ডিজ সফরে যেতে পারছেই না। সেক্ষেত্রে আরও সপ্তা খানেক পরে হতে পারেমিটিংটা।তবে পাপন পরিষ্কার বলে দিলেন,জিম্বাবুয়ে সিরিজ তো বটেই,এশিয়ান গেমস দলেও সাকিবকে রাখতে চান তিনি,সাকিবের বর্তমান ব্যবহারেবিসিবি খুশি। তাই বিসিবির এখন বিবেচনার বিষয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেআরও দুটি সিরিজ আছে,একটি (আগামী মাসে) এশিয়ান গেমস অন্যটি ঘরের মাঠেজিম্বাবুয়ে সিরিজ। সে দুটি সিরিজে সাকিব যাতে খেলতে পারে সে বিষয়েইমিটিঙে সিদ্ধান্ত হবে।যদিও বোর্ড সভার বাইরে সভাপতি সিদ্ধান্তজানাতে রাজি নন। তবে কোনো রাখঢাক না করেই সভাপতি বলে দিলেন সাকিবপ্রিমিয়ার লিগও খেলবেন,প্রিমিয়ার লিগে তার খেলার সম্ভাবনা রয়েছে। সাকিবযদি জিম্বাবুয়ে সিরিজে খেলে তাহলে প্রিমিয়ার লিগও খেলতে পারবে। তবে এসববিষয়ে বোর্ডে মিটিঙেই সিদ্ধান্ত হবে। সব মিলে আগামী ১৫ তারিখের মধ্যেসাকিবের বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে।এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ারলিগ খেলতে যাওয়া,অনাপত্তিপত্র না নেয়া,কোচের সাথে আপত্তিকর বাক্যবিনিময়সহ নানা কারণে বিসিবি সাকিবকে ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকেনিষিদ্ধ করে এবং দেড় বছরের জন্য বাতিল করা হয় তার অনাপত্তিপত্র।এরপরসাকিব তার শাস্তি পুনর্বিবেচনার আবেদন করেছেন,ক্ষমা চেয়েছেন। তবে সেইশাস্তি কমলেও তার ক্যারিবিয় সফরে যে যাওয়া হচ্ছে না,তাতে সন্দেহ নেই। অথচওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে সোনালি সব পারফরম্যান্স তো আছেই,সাকিবের ক্যারিয়ারেরই অন্যতম প্রিয় প্রতিপক্ষ সবসময়ই যেন এ ক্যারিবিয়রা।