এলচেকে উড়িয়ে আতলেতিকোর অপেক্ষায় বার্সা

মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার কোচ লুইস এনরিকের আশা, এলচের বিপক্ষে তাদের সাম্প্রতিক জয় আতলেতিকো মাদ্রিদের সাথে কোয়ার্টার-ফাইনাল লড়াইয়ের আগে তার দলকে অনুপ্রাণিত করবে। কোপা দেল রের সেরা ষোলোর প্রথম পর্বে এলচেকে ৫-০ গোলে হারানোর পর গত বৃহস্পতিবার রাতে ফিরতি পর্বে ৪-০ গোলে জেতে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগে নিয়মিত একাদশের প্রায় সবাইকে বিশ্রাম দিয়ে বার্সেলোনা ‘বি’ দলের ছয় জনকে দলে রাখেন কোচ লুইস এনরিকে। তারপরও এলচেকে উড়িয়ে দিতে কোনো সমস্যাই হয়নি কাতালুনিয়া ক্লাবটির। আতলেতিকোর সাথে সেমিফাইনালে ওঠার লড়াই প্রসঙ্গে এনরিকে বলেন, আমরা জানি (আতলেতিকোর সাথে) লড়াইটা কঠিন হবে, আতলেতিকো ইউরোপের অন্যতম সেরা দল, কিন্তু আমরা তাদের খেলার ধরণ এবং তাদের ফুটবলের মান সম্পর্কে জানি। স্প্যানিশ কাপের সেমিতে উঠতে হলে দুই লেগেই নিজেদের সর্বোচ্চটা দিতে হবে বলে মনে করে এনরিকে। উভয় লেগেই আমাদের খুব উঁচু মানের খেলা খেলতে হবে। আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে আমরা তাদের আঘাত করতে পারব। আগামী বুধবার বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে হবে বার্সেলোনা-আতলেতিকো কোয়ার্টার-ফাইনালের প্রথম ম্যাচ। আগামী ২৮ জানুয়ারি আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে হবে ফিরতি ম্যাচ।