এবার ক্যামেরার আওতায় ম্যানইউ ফুটবলাররা

মাথাভাঙ্গা মনিটর: ম্যানচেস্টার ইউনাইটেডকে ফের সাফল্যের চূড়ায় নিয়েযেতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চান দলটির নতুন কোচ লুইস ফন গাল। ছোটখাট ভুলওযাতে এড়িয়ে না যায়, সে লক্ষ্যে ইউনাইটেডের ক্যারিংটন অনুশীলন কেন্দ্রেউন্নত প্রযুক্তির ক্যামেরা বসিয়েছেন এ ডাচ কোচ।ক্যামেরার তোলা ভিডিও দেখে অনুশীলনে খেলোয়াড়দের সবরকম ভুল ধরিয়ে দিতেপারবেন ফন গাল। কোচের নতুন এ নিয়মে পুরো দল আরো বেশি উপকৃত হবে বলেই মনেকরেন দলটির ডিফেন্ডার জনি ইভান্স।

২৬ বছর বয়সী এ খেলোয়াড় জানান, কোচের এ পরিকল্পনা সফল করতে ক্লাব কর্তৃপক্ষ হাজার হাজার ডলার খরচ করেছে।তবে মাঠের চারিদিকে এ ক্যামেরা দলের খুব কম ছেলেরাই দেখেছে।গত মাসেইংল্যান্ডের ক্লাবটির দায়িত্ব নেয়ার পর ইতোমধ্যে বেশ কয়েকটি নতুন নিয়মকরেছেন ফন গাল। নিজেদের মধ্যে যোগাযোগ সহজ করতে সবাইকে ইংরেজিতে কথা বলারনিয়ম করেন ৬২ বছর বয়সী এ কোচ। তাছাড়া এখন থেকে একবার নয়, দিনে দুবারঅনুশীলন করতে হবে খেলোয়াড়দের।ব্রাজিলকে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপেনেদারল্যান্ডসকে তৃতীয় স্থান পাওয়ানো ফন গাল এর আগে বার্সেলোনা ও বায়ার্নমিউনিখের মতো বড় ক্লাবেরও কোচ ছিলেন। তবে ইংল্যান্ডের কোনো দলের এবারইপ্রথম দায়িত্ব নিলেন তিনি।