এবার ইংল্যান্ডকে লজ্জা দিল ভারত

মাথাভাঙ্গা মনিটর: কদিনের ব্যবধানে মুদ্রার দুটো পিঠই দেখলেন দু অধিনায়ক অ্যালিস্টার কুকও মহেন্দ্র সিং ধোনি! দু সপ্তা আগে ইংলিশ অধিনায়ক হেসেছিলেন টেস্টসিরিজ জয়ের আনন্দে। মহেন্দ্র সিং ধোনির মুখে তখন রাজ্যের হতাশা। ওয়ানডেসিরিজে ঠিক তার বিপরীত দৃশ্য। এবার ধোনির ঠোঁটে হাসি আর কুকের মুখেপরাজয়ের লজ্জা! গতকাল জবাস্টনে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকিথাকতেই সিরিজ জিতলো ভারত।ইংল্যান্ডের দেয়া ২০৭ রানের লক্ষ্যকেমামুলি বানিয়ে ফেললেন দু ওপেনার অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ান। দুজনেরউদ্বোধনী জুটিতে এলো ১৮৩। রাহানে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডেসেঞ্চুরি। হ্যারি গার্নের বলে ফেরার আগে করলেন ১০৬। ম্যাচসেরাও তিনি। এক্ষেত্রে ধাওয়ানের কপালটা বেশ খারাপই বলতে হবে। অপরাজিত থাকলেন ৯৭ রানে।অল্পের জন্য ছোঁয়া হলো না ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি।

এর আগে টসে জিতে ইংল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠায় ভারত। গত কয়েকম্যাচের মতো গতকালও ইংলিশ ব্যাটসম্যানদের ত্রাহি অবস্থা। ভারতের বোলারদেরসামনে টালমাটাল ইংল্যান্ড অলআউট ২০৬ রানে। ২৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরইংল্যান্ডকে স্বপ্ন দেখিয়েছিল মরগ্যান-রুটির চতুর্থ উইকেট জুটি। এ জুটিতেএলো ৮০ রান। তবে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৭ করেছেন সাত নম্বরে নামা মঈনআলী।  ভারতের বোলারদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি।