এবারও সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড় রোনাল্ডো

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ১০০ খেলোয়াড়ের তালিকায় শীর্ষে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার বার্ষিক আয় ৯৩ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরও সবোর্চ্চ উপার্জনকারী খেলোয়ারর তালিকায় প্রথম স্থানে ছিলেন তিনি। আর এ তালিকায় স্থান করা একমাত্র ভারতীয় খেলোয়াড় হচ্ছে বিরাট কোহলি। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস’রএ বছরের সবোর্চ্চ উপার্জনকারী খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি আছে তালিকার ৩ নম্বরে। এ তালিকায় একমাত্র নারী খেলোয়াড় হিসেবে স্থান করে নিয়েছে টেনিস তারকা সেরেনা ইউলিয়ামস। তার অবস্থান ৫১ নম্বরে। সেরেনা ইউলিয়ামসের বার্ষিক আয় ২৭ মিলিয়ন ডলার। বিরাট কোহলি একই সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেরও সর্বোচ্চ সম্মানী পাওয়া খেলোয়াড় বলে উল্লেখ করা হয়েছে। ফোর্বস’র তথ্য মতে, ২৮ বছর বয়সী বিরাট কোহলির বার্ষিক আয় ২২ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে তিনি বেতন বাবদ আয় করেছেন ৩ মিলিয়ন ডলার এবং ১৯ মিনিয়ন ডলার হচ্ছে প্রাইজ মানি । ভারতীয় প্রিমিয়ার লীগে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর (আরসিবি) থেকে ২ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। কোহলির উপার্জন ও সুনামের দিক থেকে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করার মতো বলে ফোর্বস মন্তব্য করে।

১০০ জনের তালিকায় স্থান করার পেছনে ২০১৪/১৫ বর্ষে ব্যাটিংয়ে কোহলির ধারাবিহক সাফল্য ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ফোর্বস। ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে আছে আমেরিকান বাস্কেট বল তারকা লি ব্রণ জেমস। তার বার্ষিক আয় ৮৬ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার। তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি। তার বার্ষিক আয় ৮০ মিলিয়ন মার্কিন ডলার। ৪ নম্বরে আছেন টেনিস তারকা রজার ফেদেরা। তার বার্ষিক আয়  ৬৪ মিলিয়ন মার্কিন ডলার।