এনপিএল ক্রিকেট লিগে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার মুন্সিগঞ্জের জয়লাভ

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় এনপিএল ক্রিকেট লিগে গতকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে টসে জয়লাভ করে রয়েল চ্যালেঞ্জার মুন্সিগঞ্জ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে চুয়াডাঙ্গা ওয়াল্টন রয়েল্স ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করতে সমর্থ হয়। ফলে প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার মুন্সিগঞ্জ ১২ রানে জয়লাভ করে। বিজয়ী দলের অধিনায়ক আব্দুলাহ আল-মমিন সজল ৫৫ রান ও ২ উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। প্রথম খেলায় পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসম্পাদক এস এ টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি বিপুল আশরাফ। সাথে ছিলেন দু-আম্পায়র শরীফ জোয়ার্দ্দার ও সেলিম পারভেজ। রয়েল চ্যালেঞ্জার মুন্সিগঞ্জ দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাক্তন ক্রিকেটার পিন্টু কুমার আগরওয়ালা।
দিনের অপর ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে কিংস ইলেভেন জীবননগর ৯ উইকেটে ১২৫ রান সংগ্রহ করতে সমর্থ হয়। ফলে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ১০ রানে জয়লাভ করে। কিংস ইলেভেন জীবননগরের পক্ষে সহঅধিনায়ক শান্ত সর্বোচ্চ ৬৭ রান করেও দলকে বিজয়ের বন্দরে পৌঁছুতে পারেনি। বিজয়ী দলের হাসিব আল-হাসান ৬১ রান ও ২ উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। এক ক্যাচ ধরে ক্ষুদে ক্রিকেটার হাসিবুর রহমান ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস দলের জয় নিশ্চিত করে। দ্বিতীয় খেলায় বিগ সিক্স ও হাইয়েস্ট স্কোরারের পুরস্কার জিতে নেন পরাজিত দলের শান্ত এবং হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার পায় বিজয়ী দলের জিসান ফেরদৌস। ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস্ দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত এবং কিংস ইলেভেন জীবননগর দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক এম আর বাবু ও সালাউদ্দীন কাজল। দ্বিতীয় ম্যাচে পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এনপিএল ক্রিকেট লিগের কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য চুয়াডাঙ্গা শিল্প-বণিক সমিতির সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, বিজিবি সদস্য নায়েক মাসুম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হাফিজুর রহমান হাপু ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন-আজাদ সুস্থির।