এতো সারপ্রাইজ পাবো : ভাবতেও পারিনি

 

স্টাফ রিপোর্টার: যশোরবাসী আমাকে এতো ভালোবাসে, বাস থেকে নেমে এতো সারপ্রাইজ পাবো, আমি ভাবতেও পারিনি। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় যশোর সার্কিট হাউসে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এসএ গেমসে একজোড়া সোনাজয়ী জলকন্যা মাহফুজা খাতুন শিলা।  সোয়া ১টায় যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ডে এসে পৌঁছুনোর পর জেলা প্রশাসন ও নারী ক্রীড়া সংস্থার কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। সেখান থেকে শিলাকে নিয়ে যাওয়া হয় সার্কিট হাউসে। সেখানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রুনা লায়লা স্বর্ণকন্যা শিলা এবং তার মা করিমন নেছা ও বাবা আলী আহম্মদ গাজীকে মিষ্টিমুখ করান। সাংবাদিকদের সাথে আলাপকালে শিলা আরও বলেন, প্রধানমন্ত্রী আমার পুরো দায়িত্বভার নিয়েছেন, এর চেয়ে ভালো আর কী হতে পারে? আমি আগেও জাতীয় পদক জিতে যশোরে এসেছি। কিন্তু এবার এসে আমি মুগ্ধ। আমি এখন অপেক্ষা করছি আমার নিজের উপজেলা অভয়নগরের আনন্দ উপভোগের।

এ সময় জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির বলেন, শিলা এখন আর শুধু যশোরের না, গোটা দেশের মেয়ে। তাকে দেখে যেন সারা বাংলার মেয়েরা উৎসাহিত হয়। তিনি বলেন, শিলারা যে বাড়িতে থাকেন, সেটা নতুন তৈরি করে দেয়া হবে। ইতোমধ্যে তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। পঞ্চম শ্রেণিতে তার যে ছোটবোন পড়ে, তার দায়িত্ব আমরা নিচ্ছি। তাদের পরিবারের স্বচ্ছলতা আনার জন্য যা যা করার তার সবই আমরা করবো। এ সময় যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পারভেজ হাসান উপস্থিত ছিলেন।