এগিয়ে গিয়েও হারলো বাংলাদেশের কিশোররা

স্টাফ রিপোর্টার: সৌদি আরবের বিপক্ষে ম্যাচে এগিয়ে যাওয়ার আনন্দে ভাসলেও শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশের কিশোররা। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বুধবার সৌদি আরব অনূর্ধ্ব-১৬ দলের কাছে ৫-১ গোলে হারে বাংলাদেশ। জয়ী দলের মিডফিল্ডার মালি দুটি এবং আলমাস নাইফ মুসা, আলবরিকান ফেরাস তারিক ও হামাদ আদান একটি করে গোল করেন। বাংলাদেশের একমাত্র গোলদাতা সারোয়ার জামান নিপু।

সাফ অনূর্ধ্ব-১৬ এর চ্যাম্পিয়ন হওয়ায় বাড়তি অনুপ্রেরণা নিয়ে এদিন খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে স্বাগতিকদের প্রথমার্ধে ভালোই চাপে রাখে সৌদি আরব। তবে সপ্তম ও ২৪তম মিনিটে তৈরি করা দুটি সুযোগের কোনোটাই কাজে লাগাতে পারেনি অতিথিরা। প্রথমে তারিকের ক্রসে আবদুল্লাজিজ সুলাইমান শট নিলেও পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর সুলাইমানের ক্রসে তারিকের শট বাইরের জালে লাগে।