এক ম্যাচ নিষিদ্ধ ইংল্যান্ডের অধিনায়ক

মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কার বিপক্ষে ধীর বোলিঙের কারণে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুককে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এক বছরের মধ্যে ইংল্যান্ড দল একই ঘটনা দ্বিতীয়বার ঘটানোয় এ শাস্তি পেলেন কুক। গতকাল বৃহস্পতিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ে এক ওভার কম বল করে ইংলিশরা। এ কারণে ম্যাচ রেফারি ডেভিড বুন আইসিসির নীতিমালা অনুযায়ী, কুককে এ শাস্তি দিয়েছে। আগামী রোববার সিরিজের চতুর্থ ওয়ানডেতে খেলতে পারবেন না কুক। তার পরিবর্তে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওয়েন মর্গান। তাছাড়া ‘স্লো ওভার রেট’র কারণে কুককে ম্যাচ ফির ২০ শতাংশ এবং দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি। গত বুধবার বৃষ্টির কারণে ৩৫ ওভারে নেমে আসা ম্যাচটি ৫ উইকেটে জেতে ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচ শেষে সাত ওয়ানডের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা।