এক মাস নিষিদ্ধ পাকিস্তানী স্পিনার নওয়াজ

মাথাভাঙ্গা মনিটর: স্পিনার মোহাম্মদ নওয়াজকে এক মাসের জন্য নিষিদ্ধ ও ২ হাজার ডলার আর্থিক জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুর্নীতিতে যুক্ত হওয়ার জন্য জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হওয়ায় গতকাল পিসিবি তাকে এ শাস্তি দিয়েছে। পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত ২৩ বছর বয়সী এ অলরাউন্ডার গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান টি-২০ দলের সদস্য ছিলেন। তবে কোনো ম্যাচ না খেলেই তাকে দেশ ফিরতে হয়েছিলো।
একই অভিযোগে শাস্তি পাওয়া দ্বিতীয় খেলোয়াড় হলেন নওয়াজ। এর আগে একই অভিযোগ স্বীকার করায় ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানকে ছয় মাসের জন্য নিষিদ্ধ ও ১০ হাজার ডলার জরিমানা করেছিলো পিসিবি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠা অপর চার খেলোয়াড় শারজিল খান, নাসির জামশেদ, খালিদ লতিফ ও শাজাব হাসানের বিষয়টি তিন সদস্যের ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে এবং তারা সাময়িক নিষিদ্ধ রয়েছে।