একাদশে পরিবর্তন আনছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: মাহমুদুল্লাহ রিয়াদের দলে থাকা ও নাঈম ইসলামের না থাকা প্রথম ওয়ানডেতে দুটো ব্যাপারই চোখে লেগেছে। আর ইনজুরির কারণে দলে ছিলেন না তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। প্রথম ওয়ানডেতে বাজে এক হারের পর আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে তাই আসছে বড় কিছু পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে গত সিরিজে ওয়ানডেতে দলের সর্বোচ্চ রান এসেছিলো নাঈম ইসলামের ব্যাট থেকে। সেবার ৫৪.৩৩ গড়ে ১৬৩ রান করেছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই তিনি উপেক্ষিত। অন্তত ওয়ানডে দলে জায়গা নিশ্চিত ধরে নেয়া হলেও সেখানেও ঘটলো উল্টো ঘটনা। তার বদলে ম্যাচ খেলে ফেললেন সাবেক সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও দুটি ক্যাচ মিস ও দলের প্রয়োজনের সময় দায়িত্বজ্ঞানহীন ভাবেই কোনো রান না করেই ফিরে আসায় আজ দলে জায়গা নাও পেতে পারেন রিয়াদ। সেক্ষেত্রে ভাগ্য খুলে যাবে নাঈম ইসলামের। এছাড়াও ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন তামিম ও মাশরাফি। মাশরাফি ফিরলে জায়গা হারাতে হবে আল আমিনকে। আর তামিম ফিরে আসলে দল গোছানো নিয়ে একটা ঝামেলার মধ্যেই পড়বে বাংলাদেশ। ঘাড়ের ব্যথা কাটিয়ে এ ওপেনার ফিরে এলে উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের বাদ পড়া প্রায় নিশ্চিত হয়ে যাবে। কিন্তু বিজয় চলে গেলে উইকেটের পেছনে দাঁড়াবেন কে? মুশফিকুর রহিম গত ম্যাচে ফিল্ডিং করলেও উইকেট কিপিঙের জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নন। আর এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে তাকে নিয়ে ঝুঁকিও নিতে চাইবে না বাংলাদেশ। তাই সব দিক বিবেচনা করে বিজয়কে একাদশে রেখে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তা হলে তিনি খেলবেন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে। তারপর একে একে নামবেন মুমিনুল হক, অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

এদিকে আরেক স্পিনার সোহাগ গাজী পারফরমেন্সেও ঠিক সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশ। দল সূত্রে তাই তার বাদ পড়ার আভাসও পাওয়া গেছে। সেক্ষেত্রে এ যাত্রায় টিকে যেতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। দল নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ দলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। সকালে শেষবারের মতো মাশরাফি ও তামিমকে পরীক্ষা করে দেখা হবে। এরপরই জানা যাবে চূড়ান্ত স্কোয়াড। এদিকে উইনিং কম্বিনেশন ভাঙছে না শ্রীলঙ্কা। ইনজুরির কারণে সফরকারী দলে দেখা যাবে কেবল একটি পরিবর্তন। কুচকির ইনজুরি নিয়ে দেশে ফিরে যাওয়া পেসার নুয়ান কুলাসেকারার জায়গায় স্কোয়াডে ঢুকবেন সুরঙ্গ লাকমাল কিংবা গতকালই শ্রীলঙ্কা থেকে উড়ে আসা ধাম্মিকা প্রসাদ। অথবা সাচিত্রা সেনানায়েকের সাথে অজন্তা মেন্ডিসকে দ্বিতীয় স্পিনার হিসেবে দলে নিয়ে আরেকটা জুয়া খেলে ফেলতে পারেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।