একশোর সামনে মেসি

মাথাভাঙ্গা মনিটর: সেই ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক; এরপর সময়ের ডানায় চড়ে বছর পেরিয়েছে এগারোটি। এ যাত্রায় লিওনেল মেসি কেবল একের পর এক সাফল্যের সিঁড়ি ডিঙিয়েছেন; তরতরিয়ে উঠেছেন উঁচু থেকে আরও উঁচুতে। রোমার বিপক্ষে ম্যাচটি আরেকটি মাইলফলক হাতছানি দিচ্ছে-চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলবেন টানা চারবারের বর্ষসেরা তারকা। ‘ই’ গ্রুপে বুধবার রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করবে বার্সেলোনা। এ ম্যাচে খেলতে নামলে মেসি ছুঁয়ে ফেলবেন ইউরোপ সেরার আসরে ব্যক্তিগত শততম ম্যাচ খেলার মাইলফলক। যাত্রার শুরুটা কিন্তু ছিলো বড্ড সাদামাটা। সেদিনও ছিলো বুধবার; ৮ ডিসেম্বর, ২০০৪। গায়ে যৌবনের রোদ পুরোপুরি লাগার আগেই মাত্র ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক। সেই ম্যাচে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিলো শাখতার দোনেৎস্ক। গোলহীন ছিলেন মেসি, গোলহীন বার্সেলোনাও।