একই ঘরে ব্রাজিল আর্জেন্টিনা

 

স্টাফ রিপোর্টার: ভাই ব্রাজিল বোন আর্জেন্টিনা৷ আবার স্ত্রী ব্রাজিল তো স্বামী আর্জেন্টিনার সমর্থক। এক ছাদে দু দেশের পতাকা। বিশ্বকাপ ফুটবল ঘিরে ঘরে ঘরে এখনই শুরু হয়ে গেছে এমন খুনসুটি।বিশ্বকাপ ফুটবলের লড়াই শুরু হতে এখনো বাকি আট দিন। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে ঘরের লড়াই। ব্রাজিল ও আর্জেন্টিনা এ দু দলে ভাগ হয়ে গেছেন অনেকে। আবার অন্য দলের সমর্থকও কেউ কেউ। বাসার ছাদ থেকে বসার ঘর, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সব জায়গাতেই প্রিয় দলকে নিয়ে পক্ষপাতের লড়াই। ঘরে ঘরে ফুটবলের পাঁড় ভক্তরা জড়িয়ে পড়ছে নিজের দলকে নিয়ে বাগ্যুদ্ধে। আদরের ছোট বোনটা মতবিরোধের কারণে ভাইকেই মনে করছে ঘোর শত্রু!ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা রিদওয়ানুর রহমানের কথাই ধরা যাক। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী রিদওয়ানের আদরের বোন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী জারিন তাসনিম। সবকিছুতে মতের মিল থাকলেও খেলায় এসে দুজন দু ভুবনের বাসিন্দা।

বোন জারিন আর্জেন্টিনার সমর্থক। তাই তো ব্রাজিল সমর্থক ভাই রিদওয়ান খুনসুটিতে মেতেছেন রিদওয়ানের পছন্দের দল ব্রাজিল। এদিকে আর্জেন্টিনার জাদুতে মুগ্ধ জারিন তাসনিম। আর এ নিয়েই সারা দিন হচ্ছে খুনসুটি। মেসি নাকি নেইমার কে বেশি ভালো?বাগ্যুদ্ধে নিজের খেলোয়াড়কে নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন চলছে সমানে। নিজের দলকে নিয়ে তারা এতোটাই উত্তেজিত যে ছবি তোলার জন্য পোজ দিতে গিয়েও বেধে গেল ঝগড়া! এবারের বিশ্বকাপে ফেভারিট দলগুলোর নাম খাতায় লিখতে গিয়ে এক নম্বরে ব্রাজির, দু নম্বরে ইংল্যান্ড আর তিনে আর্জেন্টিনার নাম প্রস্তাব করে রিদওয়ান। সাথে সাথেই প্রতিবাদ জারিনের। ব্রাজিলের নাম কেটে সেখানে আর্জেন্টিনার নাম লিখে দেন তিনি। জারিনের মতে,গত বিশ্বকাপের চেয়ে আর্জেন্টিনা দল হিসেবে এবার আরও বেশি শক্তিশালী। তাই বিশ্বকাপ তারাই জিতবে। সেই সাথে মেসি এবার সবচেয়ে বেশি গোলের মালিক হবে।তবে উল্টো মতো রিদওয়ানের, বাইরের দেশে খেলতে গিয়ে প্রতি বিশ্বকাপেই দাপট চালায় ব্রাজিল। আর এবার তো ঘরের মাঠে খেলা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের এবারের বিশ্বকাপ।