উদ্যমী কলম্বিয়াকে রুখতে চায় ব্রাজিল

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিল আগামীকাল কোয়ার্টার ফাইনালে শুক্রবার উজ্জীবিত এবং উদ্যমীকলম্বিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক। ফর্তেলেজার ক্যাস্টালাও স্টেডিয়ামেঅনুষ্ঠেয় এ লড়াইয়ে জয় পেলেই নিজেদের মাঠে অমরত্ব লাভ করার পথে আরও একধাপএগিয়ে যাবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। সেমিফাইনাল নিশ্চিত করার এ লড়াইয়েযেমন নজর থাকছে আসরের পোস্টার ব্রাজিলের নেইমারের দিকে,তেমনি জেমসরদ্রিগেজের দিকেও নজর থাকছে সবার। যিনি শেষ ষোলর লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষেদুটি গোল করে কলম্বিয়াকে টুর্নামেন্টে টিকিয়ে রেখেছেন।গ্রুপপর্বেক্রোয়েশিয়াকে ৩-১,ক্যামেরুনকে ৪-১ ব্যবধানে হারিয়ে এবং মেক্সিকোর সাথে গোলশূন্য ড্র করে বেশভালোভাবেই টুর্নামেন্ট শুরু করে স্বাগতিক ব্রাজিল।

চিলির বিপক্ষে খেলে হাঁটু এবং উরুতেচোট পেয়েছেন ব্রাজিল স্ট্রাইকার নেইমার। কলম্বিয়ার বিপক্ষে খেলবেন কি-নাতা এখনো নিশ্চিত নয়। এ নিয়ে উদ্বিগ্নে আছেন ব্রাজিলিয়ান ভক্তরা। সন্দেহআরও জোরাল হয়েছে মেডিকেল অফিসিয়ালদের রিপোর্টে। কলম্বিয়ার বিপক্ষেনেইমারের নড়াচড়ায় সমস্যা হতে পারে বলে জানিয়েছেন তারা।চিলিরবিপক্ষে একটি গোল করা ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় ডেভিড লুইজও চোটপেয়েছেন। তার সাবেক চেলসি সতীর্থও ইনজুরিতে পড়েছেন। অস্কারের পায়ের পেছনেরদিকে মারাত্মক চোট পেয়েছেন। তবে আশঙ্কা নেই তাদের সুস্থতা নিয়ে। এ দুইজনইকলম্বিয়ার বিপক্ষে পুরো ফিটনেস নিয়েই খেলবেন বলে আশা করা যাচ্ছে।ব্রাজিলিয়ানসমর্থকদের উদ্বিগ্নতার বড় কারণ হয়ে দাঁড়াতে পারেন কলম্বিয়ার অ্যাটাকিংমিডফিল্ডার রদ্রিগেজ। এখন পর্যন্ত পাঁচ গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়েসবার ওপরে রয়েছেন তিনি। মোনাকোর এ স্ট্রাইকারের নৈপুণ্যেই শেষ ষোলতেউরুগুয়েকে ২-০ গোলে হারায় হোসে পেকারম্যানের শিষ্যরা। রদ্রিগেজেরব্যাপারে এমনটাই বলছিলেন ব্রাজিলের মিডফিল্ডার ফার্নানদিনহো, ইউরোপেআমার শুরুর সময়ের দিকে শাখতার দোনেস্কে থাকার সময় আমি তার বিপক্ষেখেলেছিলাম। তখন সে পর্তোরও প্রথম পছন্দ ছিলো না।তবে বিশ্বকাপেরদ্রিগেজের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ম্যানচেস্টার সিটির এব্রাজিলিয়ান মিডফিল্ডার, এরই মধ্যে ওই ম্যাচে (উরুগুয়ের বিপক্ষে) সে পাদিয়ে তার টেকনিক্যাল গুণ দেখিয়েছে। এ বিশ্বকাপের মাধ্যমে সে দেখাচ্ছে যে,মোনাকো তার জন্য যে টাকা বিনিয়োগ করেছে,তা ভালো বিনিয়োগ। আমাদেরবিপক্ষে সে যতো কম সুযোগ পাবে,ব্রাজিলের জন্য ততোই মঙ্গল।আমরাইতিহাস রচনা করছিবলেন ২২ বছর বয়সী রদ্রিগেজ।এখন পর্যন্তটুর্নামেন্টে তিনবার ম্যাচসেরা হওয়া এ স্ট্রাইকার আরও বলেন, একজন তরুণহিসেবে আমি সবসময় এ বিশ্বকাপে খেলতে চেয়েছিলাম। এটা আমার জন্য অনেক বড়একটি স্বপ্ন ছিলো। আমি মনে করি আমরা উন্নতি ধরে রাখতে পারছি। আমরা এমন একটিদল যারা আরও বেশি জিততে চাই।