উত্তেজনাপূর্ণ প্রস্তুতি ম্যাচ জিতলো অস্ট্রেলিয়াই

মাথাভাঙ্গা মনিটর: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতিমূলক ম্যাচেই উত্তেজনার বারুদ ছড়িয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। আর সেই উত্তেজনায় ভরপুর ম্যাচটি মাত্র ২ উইকেটে জিতেছে অসিরা। ম্যাচ হারলেও, প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে শ্রীলঙ্কা। যেমন করেছে অস্ট্রেলিয়াও।

লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অনিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ব্যাটিং-এর শুরুটা ভালই হয় শ্রীলঙ্কার। উদ্বোধনী জুটিতে ৪৯ রান আসে তাদের। তবে ভালো শুরুটা পরবর্তীতে ধরে রাখতে পারেনি লঙ্কানরা, ৯২ রানে চতুর্থ উইকেট হারানোয়।

তবে মিডল-অর্ডারে হাল ধরে নিজের প্রস্তুতিটা ভালোভাবে সেরেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। তার সাথে ছিলেন আসলে গুণারত্নে ও সেক্কুজে প্রসন্ন। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরির স্বাদ নিতে পারেননি ম্যাথুজ। ৯টি চার ও ২টি ছক্কায় ১০৬ বলে ৯৫ রান করেন তিনি।

তবে ব্যাট হাতে ঝড় তুলেছেন গুণারত্নে ও সেক্কুজে। গুণারত্নে ৮টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে অপরাজিত ৭০ ও সেক্কুজে ১টি চার ও ৩টি ছক্কায় ১৯ বলে ৩১ রান করেন। এছাড়া ওপেনার-উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা ৪১ ও কাপুগেদেরা ৩০ রান করেন। অস্ট্রেলিয়ার মইসিস হেনরিকস ৪৬ রানে ৩ উইকেট নেন।

জবাবে ওপরের সারির তিন ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও, ওপেনার অ্যারন ফিঞ্চের ব্যাটে রানের চাকা ঘুরতে থাকে অস্ট্রেলিয়া। তাকে সঙ্গ দিয়েছেন ট্রাভিস হেড। ফিঞ্চ সেঞ্চুরি তুলে ১৩৭ রানে থামলেও, ট্রাভিসে ভর করেই ২ বল বাকী রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ১০৯ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান ফিঞ্চ। আর ৭টি চারে ৭৩ বল মোকাবেলা করে ৮৫ রানে অপরাজিত থেকে বিজয়ী বেশে মাঠ ছাড়েন হেড। শ্রীলঙ্কার নুয়ান প্রদীপ ৫৭ রানে ৩ উইকেট নেন।

আগামী ২৯ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আর ৩০ মে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।