ইতিহাস সৃষ্টি করলেন সানিয়া

মাথাভাঙ্গা মনিটর: ডব্লিউটিএ খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করলেন সানিয়া মির্জা। গতকাল রোববার সিঙ্গাপুরে ডব্লিউটিএ ফাইনালে ডাবলস খেতাব জিতে নজির গড়লেন ভারতীয় টেনিস সুন্দরী। জিম্বাবুয়ের কারা ব্ল্যাককে নিয়ে মহিলা ডাবলসে খেতাব জেতেন সানিয়া।

আশাছিলো। কিন্তু ডব্লিউটিএ ফাইনালসের মতো মেগা ইভেন্টের ফাইনালে এত সহজে জয় আসবে তা ভাবেনি ইন্দো-জিম্বাবুয়ে জুটি। পেং-উই জুটিকে স্ট্রেট সেটে (৬-১,৬-০) হারায় সানিয়া-কারা জুটি৷ পুরো ম্যাচে একটি মাত্র গেম হারেন সানিয়ারা। দ্বিতীয় সেটে অবশ্য প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ইন্দো-জিম্বাবোয়েন জুটি। মাত্র ৫৯ মিনিটে লড়াই জিতে খেতাব পকেটে পুরে নেয় দ্বিতীয় বাছাই সানিয়া-কারা জুটি৷ সেই সাথে ৫ লাখ মার্কিন ডলার পুরস্কার মূল্য জিতে নেন সানিয়া-কারা। প্রথমবার বিশ্ব খেতাব জিতে স্বভাবতই উচ্ছ্বসীত হায়দরাবাদি। এটাকে কেরিয়ারের সেরা জয় মানছেন সানিয়ার বাবা ইমরান মির্জাও।