ইউরো ২০১৬ থেকে রাশিয়া বহিষ্কার?

 

মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ডের সাথে শনিবারের ম্যাচে গ্যালারিতে সহিংসতার জন্য চলতি ইউরোপীয় ফুটবল টুর্নামেন্টে থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে।
তবে উয়েফার এ সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। রাশিয়ার আগামী ম্যাচগুলোতে এ ধরণের ঘটনা ঘটলেই এ শাস্তি কার্যকর করা হবে।

ইউরো ফুটবল ২০১৬ চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচকে কেন্দ্র করে ফ্রান্সের মার্সেই শহরে দু দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ব্রিটিশ নাগরিকসহ অন্তত ৩০ জন আহত হন। ওই ঘটনার পর উয়েফা কর্তৃপক্ষ জানায়, যারা এ ধরনের আচরণ করতে পারে ফুটবলের সাথে তাদের কোনও সম্পর্ক থাকতে পারে না। পরে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ ঘটনায় তদন্ত করে রাশিয়াকে শর্তসাপেক্ষে এ বহিষ্কার আদেশ দেয়।