ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত শ্রীলঙ্কা

 

মাথাভাঙ্গা মনিটর: সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও আয়ারল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে দু ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো লঙ্কানরা। ইংল্যান্ড বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে এ জয় দলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন লংকান অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। তিনি বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত। তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হারে শ্রীলঙ্কা। সেই হারের ক্ষত নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামে লংকানরা। বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ৭৬ রানে জয়ের পর, দ্বিতীয় ম্যাচ ১৩৬ রানে জিতে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ১২৮ বলে ১৩৫ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেন ওপেনার কুশাল পেরেরা। এছাড়া ৫টি চার ও ৯ ছক্কায় ৪৬ বলে মারমুখি ৯৫ রান করেন সেক্কুজি প্রসন্ন। ফলে ৮ উইকেটে ৩৭৭ রানের বড় সংগ্রহ পায় শ্রীলংকা। জবাবে ২৪১ রানে অলআউট হয়ে ম্যাচ হারে আয়ারল্যান্ড। ফলে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা।  আয়ারল্যান্ডের বিপক্ষে এ সিরিজ জয় ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে সহায়তা করবে বলেন মনে করেন শ্রীলঙ্কার দলপতি ম্যাথুজ। আগামী ২১ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে ম্যাথুজ বলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য আমরা এখন পুরোপুরি প্রস্তত। ইংল্যান্ডকে হারানোর সামর্থ্য আমাদের রয়েছে।