ইংল্যান্ডের পেসে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের তোপে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বিধ্বস্ত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৯ উইকেটের বড় জয়ই পেয়েছে ইংল্যান্ড। গতকাল সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ২৯ ওভার ৩ বলে ১২২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের চার পেসার মিলে নেন ৯টি উইকেট। প্রথম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ক্রিস গেইল ও ড্যারেন ব্র্যাভোকে বিদায় করে ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেন ওকস। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেয়া মারলন স্যামুয়েলসের সাথে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ডোয়াইন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৫ পর্যন্ত যাওয়ার পর আবার আঘাত হানে ইংল্যান্ড। স্টিভেন ফিন স্যামুয়েলস (১০) ও ওকস স্মিথকে (২১) ফিরিয়ে দেন। ৩৫ রানে প্রথম চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেয়ার পর আর কক্ষপথে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। লেন্ডল সিমন্সের দৃঢ়তায় একশ পার হয় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ। সর্বোচ্চ ৪৫ রান করা এ ব্যাটসম্যানকেও ফেরানোর কৃতিত্ব ওকসের। সিমন্স, স্মিথ, স্যামুয়েলসের বাইরে দুই অঙ্কে পৌঁছান কেবল সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি (১২)। মাত্র ১৯ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার ওকস। ৩৪ রানে ২ উইকেট নেন ফিন। আগামী রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড। ১৬ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।