ইংল্যান্ডের পথে বাধা হলো বৃষ্টি

মাথাভাঙ্গা মনিটর: অ্যালিস্টার কুকের দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরিতে মেলবোর্ন টেস্টে বেশ ভালো অবস্থানেই ছিলো ইংল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিলিয়ার ৩২৭ রানের জবাবে ইংল্যান্ড ৪৯১ রান করে। তাই ১৬৪ রানের লিড পায় দলটি। গতকাল শুক্রবার ম্যাচের চতুর্থ দিনে এসে সেই লিড নিয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নামার পুঁজি তৈরি হয়েছিলো। দিনটা শুরুও হয়েছিলো সেভাবেই। ৬৫ রানের মধ্যেই অসিদের দুই উইকেট তুলে নিয়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলো সফরকারীরা। এর মধ্যেই ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ব্যাটে ফের ভাল অবস্থানে যেতে থাকে অস্ট্রেলিয়া। এই দুজন কতোদূর যায় সেটি দেখার সুযোগ হয়নি। কারণ অস্ট্রেলিয়ার স্কোর যখন ২ উইকেটে ১০৩ রান তখনই বৃষ্টি বাগড়া দেয়। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় বিকেলে এসে দিনের বাকি সময়ের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচে এখনো ইংল্যান্ডের ৬১ রানের লিড আছে। আগামীকাল শনিবার দ্রুত উইকেট নিয়ে অসিদের চাপে ফেলতে না পারলে ম্যাচ থেকে ফলাফল পাওয়া বেশ দুরোহই হয়ে গেছে ইংল্যান্ডের কাছে।