ইংল্যান্ডকে নিরাপত্তা দেয়া অপেক্ষাকৃত সহজ : বিসিবি

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা কিংবা সন্ত্রাসের বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বিদেশি দলগুলোকে বরাবরই ভালো নিরাপত্তার ব্যবস্থা করেছে বিসিবি। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বাগতিকসহ ১৬টি দলকে যথাযথ নিরাপত্তা দিয়েছিল বাংলাদেশ। সে তুলনায় শুধু ইংল্যান্ডকে নিরাপত্তা দেয়ার কাজটা অনেক সহজ হবে বলে মনে করেন বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস।  তিনি বলেন, আমরা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই সেই বড় টুর্নামেন্ট শেষ করতে পেরেছিলাম আর ইংল্যান্ড সেখানে তাদের দল পাঠিয়েছিলো। ওই টুর্নামেন্টে বাংলাদেশ যদি এতোগুলো দলকে যথাযথ নিরাপত্তা দিতে পারে, ইংল্যান্ডকে বুঝতে হবে, একটি দলকে নিরাপত্তা দেয়া আরও অনেক সহজ হবে। গত ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের পাঁচটি ভেন্যুতে হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কার কথা বলে এই টুর্নামেন্টে খেলেনি অস্ট্রেলিয়া। এর আগে গত বছর একই শঙ্কায় স্টিভেন স্মিথদের সফর স্থগিত করে তারা। ইউনুস আশা করছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সফল আয়োজনের কথা বিবেচনায় রাখবে ইংল্যান্ড।

এরই মধ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী ৭ ও ৯ অক্টোবর এ মাঠে প্রথম দুটি ওয়ানডে হওয়ার কথা রয়েছে। ২৮ অক্টোবর এখানেই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ইংল্যান্ড সিরিজের অন্য দু ভেন্যু ফতুল্লা ও চট্টগ্রাম। আগামী বুধবার ইংল্যান্ডের তিন সদস্যের নিরাপত্তা দলের আসার কথা রয়েছে। তারা স্থানীয় নিরাপত্তা সংস্থা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের সাথে বসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথেও বৈঠক করবেন তারা।