আল মেরাজ ইসলামী একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আল মেরাজ ইসলামী একাডেমি আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। প্রত্যেক শিশুরই প্রতিভা বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করার প্রয়োজন রয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি খোকন। জেলা স্কাউটের কমিশনার শাহনাজ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আল মেরাজ ইসলামী একাডেমির অধ্যক্ষ এসএম ওয়ালিউল্লা সিদ্দিক। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।