আল আমিনকে দেশে ফেরত পাঠানো হচ্ছে

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়া জাতীয় ক্রিকেটার আলামিন হোসেনকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু তার বিরুদ্ধে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তোলায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের উদ্ধৃতি দিয়ে গতকাল রোববার ইএসপিএন ক্রিকেইনফো বিষয়টি জানায়।

মাহমুদ মাহমুদ ক্রিকেইনফোকে জানান, রাত দশটার পরে বাইরে থাকতে হলে টিম ম্যানেজমেন্টে অনুমতি নিতে হয়। কিন্তু তা না নিয়েই আল-আমিন বাইরে যান। বিষয়টি আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট তাদের জানায়। আল-আমিনকে যতো দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর কথা উল্লেখ করে মাহমুদ জানান, কোনো দুর্নীতির সাথে ২৫ বছর বয়সী এ পেসারের যুক্ত থাকার প্রমাণ মেলেনি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছে বাংলাদেশ দল।