আলৌকিক কিছু হলেই বিশ্বকাপ জিতবে ফ্রান্স

মাথাভাঙ্গা মনিটর: এবারের বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় নেই ফ্রান্স।তবে দিদিয়ের দেশম কোচ বলেই ফ্রান্সের মানুষ স্বপ্ন দেখছে। খেলোয়াড় হিসেবে১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো জেতা এ কোচ তাই আগেই বলে দিয়েছেন,অলৌকিক কিছু ঘটলেই কেবল বিশ্বকাপ জিতবে ফ্রান্স।বাস্তবতা বিবেচনা করেই ফ্রান্সের কোচ রূঢ় এই সত্য বলেছেন।

অনেকদল আছে, যারা আমাদের চেয়ে বেশ এগিয়ে। এর মধ্যে গত বিশ্বকাপ এবং সবশেষ দুটিইউরো জেতা স্পেনও আছে। আসলে ৬/৭টি দল আছে। আমরা বিশ্বকাপ জিতলে সেটা অলৌকিকঘটনা হিসেবেই দেখা হবে।ফ্রান্সের ব্রাজিল-যাত্রা একেবারেই লক্ষ্যহীন নয়, তবে বাস্তববাদী দেশম বিশ্বকাপ জয়ের আশা মোটেই করছেন না।অনেক আশা নিয়েই ব্রাজিল যাচ্ছি আমি। তবে আমি বাস্তববাদীও বটে। বিশ্বকাপ জয়ের কথা আমি বলতে পারি না।ফ্রান্সের হয়ে একটি বিশ্বকাপ ও ইউরো জয়ী দেশ কেন শিরোপা জয়ের আশা করছেন না,সেই ব্যাখ্যাও দিয়েছেন।“অনেকদেশ আছে, কাগজে-কলমে যারা আমাদের চেয়ে অনেক ভালো। সত্যটা আমরা লুকাতে পারিনা। গত ১২ বছরে ফ্রান্স গ্রুপ পর্বে একটি মাত্র ম্যাচ জিতেছে, সেটা টোগোরবিপক্ষে ২০০৬ সালে।” গত বিশ্বকাপে গ্রুপ পর্বই পেরোতে পারেনি ফ্রান্স। উরুগুয়ে, মেক্সিকো ওদক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়া ১৯৯৮-এর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স একটি মাত্রগোল আর ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরেছিলো।