আলমডাঙ্গায় ইসলামী ব্যাংক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যরো: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমী রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। বর্তমানের ছেলেরা নেশার কারণে খেলাধুলা ভুলেই গিয়েছে। যখন খেলার সময় তখন ছেলেরা ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও গাঁজা সেবন করে জীবনটা ধ্বংস করে ফেলছে। সেজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। গতকাল সকাল ১১টায় ইসলামী ব্যাংক জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামানের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন প্রধান অতিথি থেকে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখার ব্যবস্থাপক আশাদুজ্জামান মিঠু, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সৈয়দ গোলাম জিলানী, আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি জিহাদী জুলফিকার টুটুল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, ক্রীড়ানুরাগী শেখ আব্দুল জব্বার, প্রশান্ত অধিকারী, মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, ইসলামী ব্যাংক প্রতিনিধি এসএম জামিউল, জেলা ফুটবল দলের ক্যাপ্টেন সোহেল রানা প্রমুখ। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় উপজেলা টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে ১০টি দলের মধ্যে আলমডাঙ্গা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রেফারি ছিলেন মুসফিকুর রহমান মুনসুর, শরিফুজ্জামান লাকী, আবুল হাসান ও ধারা বিবরণে ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী।